স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারের অর্ধশত দোকানপাট উচ্ছেদ করার পরে পুনরায় তুলছে দোকান। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
চাঁদপুর শহরকে যানজট মুক্ত রাখতে চাঁদপুর পৌর সভার উদ্যোগে শহরের বিপনীবাগ বাজারের অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চাঁদপুর পৌর সভা। দোকান উচ্ছেদ করলেও অপরদিকে পৌরসভার জায়গা জবরদখল করে দোকান নির্মাণ করতে কিছু ভূমিদস্যু চক্র।
শনিবার (১৬ নভেম্বর) সকালে বিপনিবাগ বাজারে উচ্ছেদকৃত জায়গায় পুনরায় তড়িঘড়ি করে দোকান নির্মাণের পর দখল করতে দেখা যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বিক্ষোভ করেন এই প্রতিবাদ জানান। কিছুদিন পূর্বে চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার এলাকায় জেলা প্রশাসন ও পৌরসভা যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করে সড়কের পাশে গড়ে উঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদারসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
কিন্তু উচ্ছেদ করার পরেও সেই জায়গায় আবারো দখল করে বাণিজ্য করার চেষ্টা করছে কিছু চক্ররা। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৩০ বছর যাবত বিপনিবাগ বাজারে দোকান দিয়ে ব্যবসা করেছে অর্ধশত ব্যবসায়ী। পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও কর দিয়ে ব্যবসা করলেও সরকার পরিবর্তনের পর পৌরসভার পক্ষ থেকে সেই দোকানগুলো ভেঙে দেয়। এতে করে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে কারণ যাদের কাছ থেকে পাওনা টাকা পাবে দেনাদার, সেই টাকা আর দেয়নি।
তবে পৌরসভা উচ্ছেদ করার পরেও সেই জায়গা প্রফেসপাড়া মাঝি বাড়ির মিদ্দা মাঝির ছেলে কিবরিয়া আলমগীর ওরিন সহ কথিত কয়েকজন রাতের আঁধারে দোকান নির্মাণ করে। উচ্ছেদকৃত জায়গায় যাতে করে পুনরায় দোকান নির্মাণ করতে না পারে তাই জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষকের দৃষ্টি আকর্ষণ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।