চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দল কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দলের (রেজি নং বি ২০৭৫ কেন্দ্রীয় শ্রমিক দলের অন্তর্ভুক্ত) ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে।

মোঃ মকবুল হোসেন শেখ সভাপতি, আঃ হালিম মাতাব্বর সাধারণ সম্পাদক ও মোঃ ইমদাদ আহমেদ শেখকে সাংগঠনিক সম্পাদক করে নতুন এই কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন মুন্সী ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম খান। তাদের স্বাক্ষরিত এই কমিটি গত ১৪ই নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে অনুমোদন দেওয়া হয়।

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দলের কমিটির অন্যরা হলেন -সিনিয়র সহ-সভাপতি মোঃ ছোটন, মোঃ বাছির বেপারী, সহ সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন মিয়াজি, কোষাধ্যক্ষ মোঃ বাবুল পাটোয়ারী,দপ্তর সম্পাদক আব্দুল খালেক গাজী, প্রচার সম্পাদক মোঃ টিপু খান,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক
মোঃ আনোয়ার হোসেন গাজী,সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী, কার্যকরী সদস্য ০১ মোঃ আনোয়ার খাঁন, কার্যকরি সদস্য-০২ মোঃ নাছির মাতব্বর।

কেন্দ্রীয়ভাবে সংগঠনের অনুমোদিত এই কমিটিকে অবগত করে চাঁদপুর পুলিশ সুপারকে পত্র দিয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। তাতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল বি- ২০৭৫ বাংলাদেশ ব্যাপী তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে।

এই মর্মে জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দল বি-২০৭৫ এর গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১/ খ মোতাবেক চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হলো।

 

সম্পর্কিত খবর