চাঁদপুর খবর রির্পোট: নাশকতার মামলায় ১নং বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী মো: কাজল জমাদার, ৯নং বালিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী মো: সাগর মোল্লা ও বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয়কর্মী মো: জিহাদ হোসেন মাঝিকে গ্রেফতার করা হয়েছে।
১৫নভেম্বর (শুক্রবার) চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া ও এসআই আওলাদ হোসেন গ্রেফতারের বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন।
চাঁদপুর এর চাঁদপুর মডেল থানার, এফআইআর নং-১১, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; জি আর নং-৫৭১, তারিখ- ১৫ আগস্ট, ২০২৪; সময়- ১৬.৩০ ঘটিকা ধারা-১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩৪১, ৪২৭, ৪৩৬, ৩৮০, ৫০৬ (২), ১০৯, পেনাল কোড ১৮৬০ ধারার মামলায় ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী মো: কাজল জমাদার গ্রেফতার করা হয়। তান পিতা-মৃত জিন্নাত আলী, মাতা-মৃত মুকসুদা বেগম, সাং-খেরুদিয়া, ৮নং ওয়ার্ড, জমাদার বাড়ী, থানা ও জেলা-চাঁদপুর।
চাঁদপুর সদর মডেল থানার এফআইআর নং-১৩, তারিখ- ১৭ আগস্ট, ২০২৪; জি আর নং-৫৭৩, তারিখ- ১৭ আগস্ট, ২০২৪; ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৪৩৬/৩৮০/ ৪২৭/৫০৬ (২) পেনাল কোড-১৮৬০ মামলায় ৯নং বালিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী মো: সাগর মোল্লা কে গ্রেফতার করা হয়। তার পিতা-কাদির মোল্লা, মাতা-নিলু বেগম, সাং-গুলিশা, মোল্লা বাড়ী, ৯নং বালিয়া ইউপি, থানা ও জেলা-চাঁদপুর।
চাঁদপুর সদর মডেল থানার এফআইআর নং-১৩, তারিখ- ১৭ আগস্ট, ২০২৪; জি আর নং-৫৭৩, তারিখ- ১৭ আগস্ট, ২০২৪; ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৪৩৬/৩৮০/ ৪২৭/৫০৬(২) পেনাল কোড-১৮৬০; মামলায় বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয়কর্মী মো: জিহাদ হোসেন মাঝি কে গ্রেফতার করা হয়।
তার পিতা-মৃত জলিল মাঝি, মাতা-কুলসুমা বেগম, সাং- বাগাদি, মকবুল মেম্বারের বাড়ী, ৮নং বাগাদি ইউপি, থানা ও জেলা-চাঁদপুর।
নাশকতার মামলায় আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।