স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবদুল কাদের খান। তার এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভে চাঁদপুরবাসী তথা আইনজীবী মহলে স্বস্তি ও আশার আলো দেখা দিয়েছে।
এডভোকেট আবদুল কাদের খান এই পদে দায়িত্ব গ্রহণের পর তার দায়িত্ব পালনে স্থানীয় আইনজীবীদের সহযোগিতা কামনা করেছেন। তিনি সকলের প্রতি দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন, যাতে তিনি সফলভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রয়োগ করতে পারেন এবং ন্যায়বিচারের সম্মান প্রতিষ্ঠা করতে সক্ষম হন।
এডভোকেট আবদুল কাদের খান একজন অভিজ্ঞ আইনজীবী এবং দীর্ঘদিন ধরে চাঁদপুর আদালতে সুনামের সঙ্গে আইন পেশা পরিচালনা করছেন। তার দক্ষতা ও ন্যায়পরায়ণতার কারণে অনেকেই তাকে চাঁদপুরের বিচার ব্যবস্থার অন্যতম শক্তিশালী ব্যক্তি হিসেবে বিবেচনা করেন।
এডভোকেট কাদের খানের নিয়োগে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ এবং প্রত্যাশা বেড়েছে, বিশেষ করে নারী ও শিশু অধিকার সুরক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে অনেকেই আশা প্রকাশ করেছেন। এই নিয়োগের মাধ্যমে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আরও শক্তিশালী হয়ে উঠবে, এবং পেশাদারিত্বের সাথে বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে—এমনটাই মনে করছেন স্থানীয় বিশিষ্ট নাগরিকরা।