ফরিদগঞ্জে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

এস. এম ইকবাল : ফরিদগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকারের নির্দেশে, এএসআই জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম আলোনিয়া এলাকায় অভিযান চালায়। এসময় জি-আর মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রুহুল আমিনকে গ্রেফতার করে।

সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মোঃ হানিফ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর