মাসুদ হোসেন : বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নবাগত সেক্রেটারী এ্যাডভোকেট শাহাজাহান মিয়া বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পরিচিত ও পরিক্ষিত দলের নাম। যা বাংলার মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে গেছে। কারন জামায়াতে ইসলামীর সমর্থকরা সত্য প্রতিষ্ঠায় জীবন বিসর্জন দিতে কুন্টাবোধ করে না। তারা দেশের কল্যাণে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। আমি ছাত্র জনতার মিছিলে জীবন বিসর্জনকারীদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি।
তিনি বলেন, আপনারা দেখেছেন সৈরাচারী সরকার আমাদেরকে কোন মিছিল মিটিং করতে দেয় নাই। জামায়াত জনগণের কল্যাণে কথা বলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করে দেশটাকে কারাগার বানিয়েছে। শেখ হাসিনা মিথ্যা অপবাধে জামায়াতের নেতাদের কিভাবে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। আমাদেরকে কোনঠাসা করতে জঙ্গী নাটক সাজিয়ে হত্যা নাটক সাজিয়েছে। এসব হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। লুটপাট করেছে। কারন তিনি জাতির সাথে প্রতারনা করেছে, কি পরিমান দূর্নীতি করেছে? দেশের মানুষকে শান্তি দেয়না। আপনারা তাকে দেশে আসতে দিতে পারেন না। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা নতুন সূর্য ফেলাম। এখন আমাদের চাওয়া হলো, দেশে কোনো হানাহানি থাকবে না, লুটপাট থাকবে না, থাকবে না কোন দূর্নীতি। আমরা চাই দেশে জনগণের ভোট অধিকার হনন করা কেউ থাকবে না। আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার দাযিত্ব নিতে হবে। তিনি আরো বলেন, আমরা এখন মানুষের মুখে হাসি ফোঁটাতে চাই। তাই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার আমীর পিএম গিয়াস উদ্দিন আজম এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান এর উপস্থাপনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা শাখার আমীর মোঃ নাছির উদ্দিন। এসময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,
ঢাকা কামরাঙ্গীরচর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বেলাল হোসাইন, কদমতলী উপজেলা জামায়াতের অফিস সম্পাদক কামরুজ্জামান, চাঁদপুর সদর উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা মিজানুর রহমান,
জামায়াত নেতা হাফেজ শরীফ উদ্দিন, শাহমাহমুদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আবুল বাশার, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা আখতার হামিদ, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মোঃ মামুনুর রশীদ, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ মোস্তফা গাজী,
৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুল বায়েছ প্রমূখ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উক্ত সম্মেলনে বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।