সমির ভট্রাচার্য্য : চাঁদপুরের মতলব দক্ষিণে শামছুল হক মডেল মাদ্রাসার খাদেম খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর ধনাগোদা নদী থেকে মাদ্রাসার খাদেম মো. আনোয়ার হোসেনের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে।
গত ১৫ নভেমৃবর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় মতলব উত্তর উপজেলার গাজীপুর পাম্প হাউস এলাকায় মেঘনা নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা।
গতকাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ওই মাদ্রাসার পাশের খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি ।
মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস বিভাগ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর ১টার সময় মো. আনোয়ার হোসেন তাঁর কর্মস্থলের পাশে একটি খালের পানিতে গোসল করতে নেমে তলিয়ে যান। স্থানীয় লোকজন ওই মাদ্রাসার কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। পরে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের লোকজনকে জানানো হলে ওই ফায়ার সার্ভিস বিভাগের একটি ডুবরি দল ঘটনাস্থলে এসে গতকাল সন্ধ্যা থেকে ওই ব্যক্তি বা তাঁর লাশ উদ্ধারের চেষ্টা চালান। আজ সকালেও ওই উদ্ধার অভিযান চালান ডুবুরিরা।
মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস বিভাগের স্টেশন প্রধান মো. আসাদুজ্জামান বলেন, আজ বিকেলে স্থানীয় লোকজন নিখোঁজ ওই ব্যক্তির লাশ মতলব উত্তর উপজেলার গাজীপুর পাম্প হাউস এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তাঁর ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা সেখানে যান এবং আজ বিকেল সাড়ে পাঁচটায় সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করেন। পরে লাশটি থানার কাছে হস্তান্তর করা হয়।
মতলব দক্ষিণের শামছুল হক মডেল মাদ্রাসার পরিচালক মো. সিফাত উল্লাহ বলেন, তাঁর মাদ্রাসার ওই কর্মচারী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর উচ্চ রক্তচাপ, হৃদ্যন্ত্রের সমস্যা ও ডায়াবেটিসসহ অন্যান্য রোগ ছিল। অসুস্থতার কারণেই এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, এ ঘটনায় তাঁর থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি।