স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড খান বাড়ির আলহাজ্ব মোঃ ইউসুফ খান বৃহস্পতিবার দিবাগত রাত ১.৩০ মিনিনে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ঢাকা সমবায় টুইন টাওয়ার স্পোর্টস মার্কেট “মুন স্পোর্টস “এর মালিক বর্ষিয়ান ক্রীড়া সামগ্রীর ব্যাবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) জুমার নামাজের পরে বাগাদী আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
শোক প্রকাশ : বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি এম আর শামীম। সকল খেলাধুলার সামগ্রী ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান তিনি। আল্লাহ যেন মরহুমকে জান্নাতবাসি করে।
ইউসুফ খান সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন এবং মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং তার দুই ভাইকে প্রতিষ্ঠিত করে তারা এখন একজন আমেরিকায় আছেন আরেক ভাই চট্টগ্রামের বিশিষ্ট স্পোর্টস ব্যবসায়ী শামসুল হক খান। তিনি বাংলাদেশের ক্রীড়া জগতের বিশিষ্ট স্পোর্টস ব্যবসায়ী ছিলেন।