স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন যুবদলের (আংশিক) কমিটির সভাপতি মো: মহসিন আলম মিয়াজীকে নিয়ে চলছে বিতর্ক ও নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ।
কমিটির নেতারা জানান, পূর্বে যে সভাপতিকে নিয়ে বিতর্ক থাকায় কমিটি বিলুপ্ত করা হয়েছিলো, সেই সভাপতি এই আংশিক কমিটির সভাপতি করায় আমাদের নেতা-কর্মীদের মাঝে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। ইউনিয়ন যুবদলের (আংশিক) কমিটির বিতর্কিত সভাপতি মো: মহসিন আলম মিয়াজীকে অপসারণ করতে জোড় দাবি তুলেছেন ইউনিয়নের নেতা কর্মীরা।
গত সোমবার (১১ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক কেএম নজরুল ইসলাম (নজু) ও চাঁদপুর সদর উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজলের স্মাক্ষতি এক পত্রে ৭ সদস্যা বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে যুবদলের ‘আংশিক কমিটি’ নিয়ে অসন্তোষ দানা বাঁধছে। ত্যাগী আর সক্রিয় নেতাদের বদলে নিস্ক্রিয়, বিতর্কিত ও অখ্যাতদের দিয়ে এ সংগঠনের ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ উঠেছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নেতারা আরো বলেন, এই কমিটি গঠনের ক্ষেত্রে ‘এক নেতার এক পদ’ নীতিও অনুসরণ করা হয়নি। রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে নিষ্কিয় নেতাদেরও পদায়ন করা হয়েছে। এমনকি কোনোদিন যুবদলের রাজনীতি করেননি- এমন নেতাদেরও পদে রাখা হয়েছে। আর্থিক সুবিধার বিনিময়ে অনেক নেতার পদায়ন হয়েছে বলেও অভিযোগ রয়েছে। কমিটি গঠনের ক্ষেত্রে এমন সব অনিয়মের অভিযোগ এনে একজন নেতা পদত্যাগ করার হুমকিও দিয়েছিলেন।
এর আগেও ৮ নং বাগাদী ইউনিয়ন যুবদল কমিটি নিয়ে তেলেসমাতির ঘটনা ঘটেছে। যা ইউনিয়ন যুবদলের কমিটির মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গত ২১/১১/২০২৩খ্রি. ৮নং বাগাদী ইউনিয়ন যুবদলের ৫ জনের পদ সাময়িকভাবে স্থগিতাদেশ দেওয়া হয়। নিস্ক্রিয়তার অভিযোগে ১৩/১০/২০২৪খ্রি. চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম নজু ও সিনিয়র যুগ্ম আহবায়ক মান্নান খান কাজল স্মাক্ষরিত এক পত্রে ৮ নং বাগাদী ইউনিয়ন যুবদল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরে মঙ্গলবার ১৫/১০/২০২৪খ্রি. পূর্বে স্থগিত করা কমিটির ৪ জনের উপর থেকে অব্যাহতি প্রত্যাহার করা হয়। তখন প্রশ্ন উঠে, স্থগিত করা কমিটির অব্যাহতি কিভাবে প্রত্যাহার করা হয়েছে? আর যদি বিলুপ্ত করা কমিটির অব্যহতি প্রত্যাহার করা হয় তাহলে পূর্বে বিলুপ্ত করা কমিটি বহাল হয়ে যায়! তখন ইউনিয়নের এক বিএনপি ক্ষোভ করে বলেন রাজনীতিতে ৮ নং বাগাদী ইউনিয়ন যুবদল নিয়ে সদর উপজেলা যুবদল তেলেসমতি করতেছে।
পরে সোমবার (১১ নভেম্বর) ২০২৪ খ্রি. ৮নং বাগাদী ইউনিয়ন যুবদলের (আংশিক) কমিটি ঘোষণা করা হয়। কমিটির মো: মহসিন আলম মিয়াজী (সভাপতি), মো : রাজন পাঠান দাদন (সহ-সভাপতি), মো: মোবারক হোসেন বাবু (সহ-সভাপতি), আলাউদ্দিন নয়ন (সহ-সভাপতি), মো: মমিন গাজী (সাধারণ সম্পাদক), মো: ইউসুফ গাজী (যুগ্ম সাধারণ সম্পাদক), সোহাগ কবিরাজ (সাংগঠনিক সম্পাদক)। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।