মতলব দক্ষিণে বিএনপি নেতা মহসিন প্রধানের উপর সন্ত্রাসী হামলা

মাহফুজ মল্লিকঃ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ মহসিন উদ্দিন প্রধান (৫৫) এর উপর৷ বুধবার (১৩ নভেম্বর) রাতে সন্ত্রাসী হামলা হয়েছে।

এতে তার ডান পা এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক যখন হয়। বর্তমানে সে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মহাসিন প্রধান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

থানা, হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নন্দীখোলা গ্রামের রায়হান,সিয়াম ও মাসুম নামে ৩ যুবক বুধবার বিকালে পিতাম্বর্দী বাজারে বস্ত্র মেলায় যায়। সেখানে যুবলীগ নেতা এবায়েদ উল্লাহ ও তার সাথে থাকা বেশ কয়েকজন মেলায় যাওয়া রায়হান, সিয়াম ও মাসুমকে অপমান করে। পরে তারা এলাকায় ( নন্দীখোলা) এসে ইউনিয়ন বিএনপির সভাপতি মহসীন প্রধানসহ এলাকার লোকজনকে বিষয়টি অবহিত করেন।

সাথে সাথে মহসিন উদ্দিন প্রধান পিতাম্বর্দী বাজারে গিয়ে তাদেরকে না পেয়ে বাজারের শামীম তালুকদারের ইলেকট্রনিক দোকানে বসে থাকা মন্টু মোল্লা, লোকমান মেম্বার,সোহেল পাটোয়ারী, শামীম তালুকদার, আব্দুল মালেকসহ বেশ কয়েকজনকে ওই ঘটনাটি জানান।

সন্ধার পর আনুমানিক সাড়ে ৬ টায় পিতাম্বর্দী বাজার থেকে নন্দীখোলা নিজ এলাকায় আসার পথে যুবলীগ নেতা এবায়েদ উল্লাহ, বাবু প্রধান,হোসেন,হাসেম প্রধান, সালাহ উদ্দিন,সায়েম প্রধানসহ ১০ থেকে ১৫ জন মহসিন উদ্দিন প্রধানকে ঘিরে ফেলে এবং লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়।পরে তাকে রক্তাক্ত যখম অবস্থায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করায়।

আহত মহসিন উদ্দিন প্রধান বলেন,তাকে হত্যার উদ্দেশ্য এ হামলা করা হয়েছে। এ হামলার নেতৃত্ব দপয় যুবলীগ নেতা এবায়েদ উল্লাহ। এসময় তার সাথে থাকা ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

এ সংবাদ শোনে মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী এবং মতলব দক্ষিণ উপজেলা জামায়েতের আমির আব্দুর রশীদ পাটোয়ারী আহত মহসিন উদ্দিন প্রধানীয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান। তারা এ ঘটনার তীব্র নিন্দা এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার দাবী জানান।

এব্যপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগন ব্যবস্থা নেয়া হবে।

 

সম্পর্কিত খবর