মতলব শামছুল হক মডেল মাদ্রাসার খাদেম আনোয়ার গোসল করতে গিয়ে নিখুঁজ

সমির ভট্রাচার্য্য : মতলব পৌরসভার সদর ওয়ার্ডের পুর্ব কলাদী মহল্লার শামছুল হক মডেল মাদ্রাসার খাদেম মোঃ আনোয়ার হোসেন (৫৫) নিখুঁজ হয়েছেন ।

গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার অনুমানিক বেলা ১ টায় দিকে মাদ্রাসা সংলগ্ন খালের ঘাটলায় গোসল করতে গিয়ে তিনি নিখুঁজ হয়েছেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

সরজমিনে জানাযায় মাদ্রাসার খাদেম আনোয়ার হোসেন বেশ কয়েক বছর ধরে এ মাদ্রাসায় খাদেন হিসাবে কর্মরত আছেন । ওই দিন নিজের কাজে শেষে পাশের খাঁলের ঘটলায় গোসল করতে যায়। এরপর থেকে তিনি নিখঁজ রয়েছে ।

ঘাটলা থেকে তার পরনের লুঙ্গি ও জুতা পাওয়া যায় । প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি খাঁলের পানিতে তলিয়ে গেছে । পাশের বাসার জৈনক মহিলা জানান দুপুরে আনোয়ার হোসেনকে পানিতে নেমে গোসল করতে দেখেছেন।

নিখুঁজ আনোয়ার হেসেনের বাড়ী চাঁদপুর সদরের চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায়। তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়োছে । সন্ধায় খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন মতলব দক্ষিন থানার ফায়র স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান ও সঙ্গীয়রা ।

মাদ্রাসার কর্তৃপক্ষ জানান আনোয়ার হোসেন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গোসল করতে যাওয়ার পর তাকে খুঁজে পাওয়া না যাওয়ায় বিষয়টি আমরা ফায়ার সার্ভিস ও থানায় জানিয়েছি। এ বিষয়ে মতলব দক্ষিন থানায় একটি নিখুঁজ ডাইরী করা হয়েছে ।

সম্পর্কিত খবর