ডিএনসি অভিযানে শাহরাস্তিতে ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: ডিএনসি অভিযানে শাহরাস্তি থানায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

১৩নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উদ্যোগে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে শাহরাস্তি থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামি মো: ইয়াছিন হোসেন(৩৯), পিতা- মৃত হারুন অর রশিদ , সাং- কালিয়াপাড়া, শাহরাস্তি, চাঁদপুরকে ৭ পিস ও ৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ১৯(ক) ধারায় ইন্সপেক্টর

অপর অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত, কুমিল্লাস্থ র‌্যাব-১১ ও পুলিশ লাইনস এর পুলিশ ফোর্সসহ গঠিত টাস্কফোর্স টীম আসামি মোঃ লিটন ৩৫, পিতা-আব্দুর রব, সাং- কালিয়াপাড়া, শাহরাস্তি, চাঁদপুরকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

এসময় শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করেন।

অভিযানে কুমিল্লাস্থ র‌্যাব-১১ ও পুলিশ লাইন্সের পুলিশ ফোর্সসহ গঠিত টাস্কফোর্স টীম সহযোগিতা করেন।

সম্পর্কিত খবর