চাঁদপুর বিষ্ণুদী ক্লাবের নবগঠিত কমিটি গঠনকল্পে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ঐতিহ্যবাহী বিষ্ণুদী ক্লাবের নবগঠিত কমিটি গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৪নবেম্বর)বিকেলে বাছস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে এ সভাটি অনুষ্ঠিত হয়।

ক্লাবের সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপদেষ্টা শোহেবুর রহমানের সঞ্চালনায় সকল সদস্যের উপস্থিতিতে এ পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ সময় এডভোকেট সেলিম আকবর কে সভাপতি ও আনোয়ার হোসেন মানিককে সাধারণ সম্পাদক করে ২০২৪-২০২৬ সালের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও উক্ত কমিটিতে উপদেষ্টা হিসেবে ২১ জন এবং সাধারণ সদস্য হিসেবে ১৩৪ জনকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। নেতৃবৃন্দরা জানান ক্লাবের সুবিধার্থে পরবর্তীতে এই কমিটিতে আরো সদস্য অন্তর্ভুক্ত করা যেতে পারে।

এসময় নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট সেলিম একবার জানান,খেলাধুলায় সম্পৃক্ত থাকলে সকলের মন ও শরীর স্বাস্থ্য ভালো থাকে, একটি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।

বিষ্ণুদী ক্লাবটি চাঁদপুর শহরের মধ্যে একটি ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাব থেকে বহু জাতীয় মানের খেলোয়াড় তৈরি হয়েছে। চাঁদপুর জেলার মধ্যে এই ক্লাবটির যথেষ্ট সুনাম রয়েছে, আমি চাই ভবিষ্যতেও ক্লাবটির সুনাম ধরে রাখতে সকলেই যদি আমার পাশে থাকেন তাহলেই অবশ্যই এই ক্লাবের সুনাম অক্ষুন্ন রাখতে পারব।

এসময় উপস্থিত ছিলেন,উপদেষ্টা ও সাবেক চাঁদপুর পৌরসভার কাউন্সিলর চান্দু মাঝি,বিল্লাল মাঝি, পুরান বাজার নিতাই গঞ্জের খেলোয়ার বোরহানউদ্দিন, উপদেষ্টা কামরুল হায়দার চৌধুরী টুটুল, জাহাঙ্গির গাজী, আমিনুল ইসলাম,খালেক মিয়াজি,জাকির বন্দুকশী, মাহবুব আলম সরকার সহ কার্যকরী কমিটির সকল সদস্য ও সাধারণ সদস্য ছারাও সাবেক,বর্তমান খেলোয়ার গন।

সম্পর্কিত খবর