স্টাফ রিপোর্টার : সাবেক মহকুমা শিক্ষা অফিসার ও ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়েল প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম দেলোয়ার হোসেন চৌধুরীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১২ নভেম্বর বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের খতিব। এ সময় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৯সালের ১২ নভেম্বর নাজিরপাড়াস্থ জাহানারা কটেজ নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী অবসরপ্রাপ্ত মহকুমা শিক্ষা অফিসার ও ষোলঘর আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।
তিনি দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রতিষ্ঠাতা মরহুম ইকরাম চৌধুরী, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরীর পিতা।
এছাড়াও তাঁর ৬ ছেলের মধ্যে তিন ছেলে ঢাকা অবস্থান করছেন তারা হলেন সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবিএম শাহিদ হোসেন চৌধুরী, চ্যানেল আই’র সাবেক এক্সিকিউটিভ ম্যানেজার এএফএম আকবর হোসেন চৌধুরী, জামালপুর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমানে ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বাংলাদেশ এর অধ্যক্ষ,
অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অর্থোপেডিক সার্জারী বিভাগ) হাঁড় জোড়া রোগ বিশেষজ্ঞ, ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ এ.এস.এম ইকবাল হোসেন চৌধুরী। তাঁর ৫ কন্যা মধ্যে চার কন্যা ইন্তেকাল করেছেন। বাকী ছোট কন্যা শাহরিয়া শিল্পী চৌধুরী বর্তমানে ঢাকা অবস্থান করছেন।