শাহরাস্তিতে মাদক কারবারিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের শাহরাস্তিতে নশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করায় মো. লিটন (৩৫) নামে মাদক কারবারিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত।

তিনি জানান, বুধবার উপজেলার আনারবাড়ি কালিয়াপাড়া এলাকায় আব্দুর রবের ছেলে মো. লিটনকে গাজা সেবন, সরবরাহ, ক্রয়-বিক্রয় এবং নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলার কর্মকর্তা এবং র‌্যাব-১১ কুমিল্লার একটি দল সার্বিক সহযোগিতা করেন।

 

সম্পর্কিত খবর