চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর শহরে কিশোর গ্যাং দমনে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ বুধবার সন্ধ্যায় চাঁদপুর শহরে অভিযান পরিচালনা করে।
মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে শহরের আউটার স্টেডিয়ামের সুইমিং পুল, মিশন রোড, লেকের পাড়, এবং আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ সংলগ্ন পার্কের মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় আউটার স্টেডিয়ামের সুইমিং পুল থেকে অস্ত্র হাতে টিকটক ভিডিও ভাইরাল হওয়া ৫ কিশোর গ্যাং সদস্যকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।
আটককৃত সকলের বিষয়ে পুলিশ বিভিন্ন ভাবে যাচাই-বাছাই করে। তন্মধ্যে টিকটক ভাইরাল হওয়া ২কিশোর রোবায়েত আরেফিন রেহান (১৬) বিষ্ণুদী মাদ্রাসা রোড ও জাহিদ হোসেন রায়হান (১৭)-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়।
আটককৃত অপর ৩ কিশোরের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত না পাওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেয়া হয়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া জানান, চাঁদপুর শহরকে কিশোর গ্যাং মুক্ত করতে পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা অভিযান অব্যাহত রেখেছি। আজকে যে যুবকদের আটক করা হয়েছে তাদের মধ্য থেকে তিনজন কিশোরের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না পাওয়া তাদেরকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। বাকি দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। কিশোর গ্যাং দমনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
দেশীয় অস্ত্র হাতে টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা গ্রুপের আটক ২ জন।