হাজীগঞ্জ থানার সেই এসআই মাহফুজকে সাময়িক বরখাস্ত : তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ঘুষের টাকার লেনদের ভিডিও ভাইরাল হওয়া চাঁদপুরের হাজীগঞ্জ থানার সেই উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এই ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়। তিনি বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) সাময়িকভাবে এসআই মাহফুজুর রহমানকে বরখাস্ত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ দে কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে।

‘চাঁদপুরে ঘুষ লেনদেনের ঘটনায় এসআই মাহফুজ ক্লোজড’ শিরোনামে ফোকাস মোহনা.কম এ এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঘটনার পর তাকে প্রাথমিকভাবে হাজীগঞ্জ থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড করেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুর রকিব।

খোঁজ নিয়ে জানাগেছে, পারিবারিক কলহের জেরে ছেলের নামে থানায় অভিযোগ দিতে আসেন হাজীগঞ্জ থানার কংগাইশ গ্রামের এক বাসিন্দা।

অভিযোগ দিতে এসে এসআই মাহফুজকে দিতে হয় ঘুষের প্রথম কিস্তি। তারপর ছেলে বউ এবং ছেলে বাবার কাছে ক্ষমা চাইলে পরিবারিক সমস্যা মিটে যায়। তবুও এসআই মাহফুজকে দিতে হয় ঘুষের দ্বিতীয় কিস্তি। আর সেই কিস্তি নিতে গিয়ে তিনি বলেন, ‘টাকা গুনে গুনে নেয়া সুন্নত’।

সম্পর্কিত খবর