চাঁদপুরে নারী ও শিশু আদালতের পিপি হলেন অ্যাড: শিরিন সুলতানা মুক্তা

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এর পাবলিক প্রসিকিউটর নবাগত (পিপি) হলেন অ্যাডভোকেট শিরিন আছমা সুলতানা মুক্তা। তিনি অ্যাডভোকেট মো: শামছুল ইসলাম মন্টুর স্থলাভিক্তি হলেন ।

নবাগত পিপি হলেন শিরিন আছমা সুলতানা মুক্তা ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বর থেকে জজ কোর্টে সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত আছেন। তার স্বামী এডভোকেট হারুনুর রশিদ ও জজ কোর্টের আইন পেশায় নিয়োজিত আছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গত ১২ নভেম্বর অ্যাডভোকেট শিরিন আছমা সুলতানা মুক্তাকে পিপি হিসেবে নিযুক্ত করেন।

ছাত্র জীবনে জনাব মুক্তা চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভিপি ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির নারী ও শিশু বিষয়ক সম্পাদক। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক।

ব্যক্তি জীবনে তিনি ৩ সন্তানের জননী। বড় মেয়ে ডাক্তার, বড় ছেলে লন্ডনে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছে এবং ছোট ছেলে চাঁদপুর ড্যাফোডিল স্কুল এন্ড কলেজে নবম শ্রেণীতে অধ্যায়নরত।

এডভোকেট মুক্তা সদা হাস্যজ্জল, মিশুক প্রকৃতির মানুষ, তিনি দীর্ঘদিন যাবত চাঁদপুর জেলা জজ কোর্টে সুনামের সাথে আইন পেশায় দায়িত্ব পালন করছেন। বর্তমান সরকার তাকে পিপি হিসেবে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, চাঁদপুরের জেলা ও দায়রা জজ, নারী ও শিশু ট্রাইবুনালের চাঁদপুর জেলার বিচারক সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনকালে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত খবর