স্টাফ রিপোটার : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড: নাসির উদ্দিন চৌধুরীর স্মরণে ফুলকোট রেভারেন্স ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১২ নভেম্বর ) মরহুমের স্মরণে সকাল ১১ টা জেলা জজ আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ মহসিনুল হকের সভাপতিত্ব ফুল কোট রেভারেন্স পালন করা হয়। এ সময় বিচার বিভাগের বিচারক ও জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা জজ আদালতে ফুলকোট রেভারেন্স শেষে আইনজীবী সমিতি মিলনায়তনে মরহুমের স্মরণে শোকসভার আয়োজন করা হয় । সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড: এ.এন.এম মাইনুল ইসলাম। সমিতির সাধারণ সম্পাদক অ্যাড: বদরুল আলম চৌধুরীর পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাড: ইকবাল বিন বাশার,
অ্যাড: সেলিম আকবর, অ্যাড: কোহিনুর রশিদ, অ্যাড: মোবারক হোসেন, অ্যাড: বিনয ভুষন মজুমদার, অ্যাড: লতিফ শেখ, অ্যাড: মো: জাহাঙ্গীর আলম, অ্যাড: আহসান হাবীব, অ্যাড: বাবর বেপারী, , অ্যাড: এমরান হেসেন, অ্যাড: শহীদ উল্যাহ পাটওয়ারী,
অ্যাড: দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাড: মজিবুর রহমান ভুইয়া, অ্যাড: রুহল আমিন সরকার, অ্যাড: শাহআলম ফরাজী, অ্যাড: মনজুর মোরশেদ সুইট প্রমুখ।