চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ

মহসিন হোসাইন : দীর্ঘ বছর পর চাঁদপুর পৌরসভার বিপনীবাগ বাজারে অভিযান পরিচালনা করে ৫০টি অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার(১২নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌরসভার বিপনীবাগ বাজারে চাঁদপুর সদর পৌরসভার উদ্যোগে অভিযান পরিচালনা করে সড়কের জায়গায় গড়ে উঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে চাঁদপুর জেলা (ডিডিএলজি) ও সদর পৌরসভার পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া ও জেলা প্রশাসনের প্রতিনিধি ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার। অভিযান পরিচালনাকালে পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া বলেন, সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে পৌর বাসীর যানযট নিরসনে স্বস্তি ফিরাতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় তিনি বলেন, চাঁদপুর সদর পৌরসভার জায়গা দখল করে অবৈধভাবে ব্যাবসা প্রতিষ্ঠান ও স্থাপনা তৈরি করে যারা দিনের পর দিন ব্যাবসা পরিচালনা করে আসছেন, তারা তো পৌর কর ফাঁকি দিচ্ছেন। এতে পৌরসভার কোনো লাভ নেই। পৌর আইন মেনে বৈধভাবে ব্যাবসা পরিচালনা করেন। এতে নিজেরা যেমন লাভবান হবেন তেমনি পৌরসভাও তার রাজস্ব আয় পাবে।

যা থেকে পরবর্তীতে পৌরসভার উন্নয়নে কাজে লাগানো যাবে। আপনাদের উন্নয়নের কাজেই রাজস্ব ব্যায় হবে।
এসময় ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ বলেন, আমরা চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে চাঁদপুর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করছি। আর এটি শুরু হয়েছে আজকে শহরের বিপনীবাগ বাজার থেকে।

পর্যায়ক্রমে শহরের যানজট নিরসনে ও পরিষ্কার পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আশাকরি এতে চাঁদপুর শহরের যানজট নিরসন হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে সুন্দর একটি শহর তৈরি হবে। এতে অবশ্যই আপনাদের পৌরবাসীর সহায়তা লাগবে।

এদিকে ক্ষতিগ্রস্ত চায়ের দোকানদার, মুদি ও স্টেশনারী ব্যবসায়ীরা কয়েকজন বলেন, আমাদেরকে গতকাল পৌরসভা থেকে একজন এসে বলে গেছে আর পরেরদিন এসেই সব ভাঙ্গা শুরু করছে। আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেল। আমাদের তো এখন মাথায় হাত। আমরা বউ বাচ্চা নিয়ে কোথায় যাবো। আমাদের তো পরিবার পরিজন আছে। আমাদেরকে পূণরায় একটা ব্যাবস্থা করে দিলে আমরা পরিবার নিয়ে ডাল ভাত খেয়ে চলতে পারবো।

বিপনীবাগ বাজারের কয়েকজন ব্যাবসায়ী জানান, উচ্ছেদ অভিযানের বিষয় টের পেয়ে অবৈধ দখলে থাকা কিছু ব্যবসায়ী আগে থেকেই সকালে তাদের স্থাপনা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিয়ে যায়। যারা মালামাল সরিয়ে নিতে পারেনি, তাঁদের মালামাল গুলো পৌরসভা কতৃপক্ষ তাঁদের লোকজন দিয়ে সরিয়ে নিয়ে হেফাজতে রেখেছেন। পরে আবার সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।

অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চায়ের দোকান, মুরগীর মাংসের দোকান, স্টেশনারী ও সবজির অবৈধ ব্যবসা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

এসময় বিপনীবাগ বাজারে সড়কের পাশে গড়ে উঠা পৌরসভার জায়গায় প্রায় ৫০টির মতো অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে শহরের যানজট নিরসনে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর উপহার দিতে অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে বলে জানান পৌর প্রশাসক ও জেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযান চলাকালে দেখা যায়, বিপনীবাগ বাজারের দোকানীদের দু’গ্রুপের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। পরে বাজার কমিটির লোকজনের সহায়তায় সেখানে হট্টগোলের বিষয়টি নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসনের স্টাফ, সদর পৌরসভা কর্তৃপক্ষের স্টাফসহ বিপনীবাগ বাজারের গণ্যমান্য লোকজন এবং স্থানীয় ব্যাবসায়ীরা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

সম্পর্কিত খবর