কাটাখালি হামিদিয়া আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক আরিফ হোসেনকে তলব!

স্টাফ রিপোর্টার : চাঁদপুর হাইমচর উপজেলার কাটাখালি হামিদিয়া আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক আরিফ হোসেনের বিরুদ্ধে জাল সার্টিফিকেট দিয়ে চাকুরি করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাকে তলব করা হয়েছে।

জানা যায়, মাদ্রাসার ইংরেজি প্রভাষক আরিফ হোসেন তথ্য গোপন করে জাল সার্টিফিকেট দিয়ে মাদ্রাসায় চাকুরি করে আসছেন। তিনি এমপিওভুক্তি ও পদোন্নতির জন্য আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম ও এলাকাবাসীর পক্ষে মাও. মঈনুল ইসলাম মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর এমপিওভুক্ত ও পদোন্নতি বিষয় তথ্য গোপন করায় অভিযোগ দাখিল করেন।

উক্ত অভিযোগের বিষয়ে শুনানির জন্য আগামী ২৫ নভেম্বর সোমবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে উপপরিচালক (প্রশিক্ষণ) মো. শরীফুল ইসলামের অফিস কক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্ব-শরীরে উপস্থিত থাকার জন্য চিঠি প্রেরণ করা হয়।

সম্পর্কিত খবর