হাজীগঞ্জে সরকারি আত্মসাৎ করা চাল উদ্ধার করে নিলামে বিক্রি

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের পৃথক দুইটি বাড়ি থেকে সরকারি জিআর প্রকল্পের বরাদ্দের ৮০ বস্তা চাল আত্মসাতের পর উদ্ধার করে নিলামে বিক্রি করেছে প্রশাসন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের তিন সদস্য বিশিষ্ট কমিটির সম্মুখে উক্ত নিলামে অংশ নেয় ১২ ব্যবসায়ী। এতে সর্বোচ্চ দরদাতাকে চালগুলো বুঝিয়ে দেয়া হয়।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল জানান, কেজি প্রতি ৩১ টাকা ধরে চালগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে। এতে সরকারি কোষাগারে জমা হয় ৭৪ হাজার টাকা। এ চাল ইউনিয়ন পরিষদে জিআর প্রকল্পের বরাদ্দ ছিল।

চলতি বছরের ২৫ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্তের নেতৃত্বে ওই ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেন। ওই সময়ে উপজেলা প্রশাসনের পক্ষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুসহ ৪ জনের নামে মামলা দায়ের করেন। ওই মামলাটি তদন্ত কাজ করছেন দুদক চাঁদপুর-লক্ষ্মীপুর সমন্বিত জেলা কার্যালয়।

সম্পর্কিত খবর