মহসিন হোসাইন: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাফানিয়া গ্রাম থেকে চুরির দায়ে এজাহারভুক্ত পলাতক আসামি রাসেল মৃধাকে(১৯) আটক করা হয়েছে।
১২নভেম্বর(মঙ্গলবার) সকালে সদর উপজেলার হাফানিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, নিয়মিত চুরির দায়ে রাসেল মৃধা(১৯), পিতা- হুমায়ূন মৃধা, গ্রাম- দক্ষিণ হাফানিয়া, সদর চাঁদপুর কে সদর মডেল থানার এসআই(নি:) মামুনুর রশিদ তাঁর সঙ্গীয় ফোর্সসহ হাফানিয়া এলাকা থেকে তাকে আটক করেন।
এসময় এসআই মামোনুর রশিদ দৈনিক চাঁদপুর খবর কে জানান, রাসেল মৃধা ইতোপূর্বে সিএনজি ও মোটরসাইকেল চুরির মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি।
তাঁকে গতকাল ১২নভেম্বর সকাল সাড়ে ৯টায় সময় বিশেষ অভিযানে দক্ষিণ হাফানিয়া রাখা হতে আসামিকে গ্রেফতার করা হয়। যার চাঁদপুর সদর মডেল থানা মামলা নং- ৪৯ তারিখ ২৮/১০/২০২৪ই্, ধারা ৩৭৯/ ৪১১ পেনাল কোড এর এজহার নামীয় ২ নং আসামি সে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।