অ্যাড: নাসির উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

অ্যাড. নাসির উদ্দীন চৌধুরী রোববার দিবাগত রাত দেড়টায় ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে মঙ্গলবার ফুলকোর্ট রেভারেন্স ও জেলা আইনজীবী সমিতিতে শোকসভা অনুষ্ঠিত হয়।

অ্যাড. মো. নাসির উদ্দিন চৌধুরী ১৯৭৯ সালের ৫ ফেব্রুয়ারি আইন পেশাতে যোগ দেন এবং মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।

মঙ্গলবার বাদ আসর আদালত প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা ও নিজ বাড়ি মতলব উত্তরের এখলাশপুরে দ্বিতীয় জানাজা শেষে তার নিজ বাড়িতে তাকে দাফন করার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সম্পর্কিত খবর