চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে প্রচারণা, এক প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে প্রচারণা ও অভিযান চালিয়ে মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে শহরের ওয়ারল্যাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। রাতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানোন হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, সোমবার জেলা প্রশাসন চাঁদপুর ও পরিবেশ অধিদপ্তর চাদপুঁর জেলা কার্যালয়ের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে চাঁদপুর সদরের ওয়্যারলেছ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ নামক একটি মুদি পাইকারি দোকান থেকে প্রায় ৫ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এবং অবৈধ পলিথিন বিক্রির দায়ে দোকান এর মালিককে ২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

এছাড়া চাঁদপুর সদরের বিপনীবাগ ও বাগাদি ইউনিয়নের চৌরাস্তা বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে প্রচারণা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে আইন শৃংখলা রক্ষায় সদর মডের থানার একদল চৌকস পুলিশ বাহিনী সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর