চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের কারী বাড়ি নির্বাসী মো: মজিব কারী’র বিরুদ্ধে ভূয়া ফেসবুক আইডি থেকে অপ-প্রচার করায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে।
১১নভেম্বর (সোমবার) চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেন শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের কারী বাড়ি নির্বাসী মো: মজিব কারী। জিডি নং-৭০০, তারিখ: ১১/১১/২০২৪খ্রি।
জিডি সূত্রে জানা যায়, বড় শাহতলী নামক স্থানে আমার বাসায় অবস্থানকালে আমার মোবাইল এর ফেসবুক আইডি তে প্রবেশ করে দেখতে পাই জুমা আক্তার জুমা নামীয় আইডি হইতে অজ্ঞাতনামা তাহার ফেসবুক আইডি লিং https://www.facebook.com/profile.php?id=61567924455740&mibextid-ZbWKwl, হইতে আমার নামে অপপ্রচার, হুমকি প্রদান, অশ্লীল গালাগাল করা হয়েছে।
আমি বিভিন্ন ভাবে চেষ্টা করেও উক্ত অপপ্রচার কারীর পরিচয় সনাক্ত করিতে ব্যর্থ হই। এই বিষয়ে সু-নিদিষ্ট তথ্য উপাত্ত না থাকায় বিষয়টি সাধারাণ ডাইরী করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী মজিব কারী দৈনিক চাঁদপুর খবরকে জানান কে বা কারা আমার নামে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করায় আমার সম্মান হানি হয়েছে। তাই আমি আইনি ব্যবস্থা গ্রহন করেছি।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানা থেকে জানানো হয়েছে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের কারী বাড়ি নির্বাসী মো: মজিব কারী’র বিরুদ্ধে ভূয়া ফেসবুক আইডি থেকে অপ-প্রচার করায় চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে।
জিডি নং-৭০০, তারিখ: ১১/১১/২০২৪খ্রি। ভূয়া ফেসবুক আইডির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে । সনাক্তকারীকে গ্রেফতার করা হবে ।