স্টাফ রিপোর্টার : পতিত স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ নেতা মোঃ সালে আহমেদ বেপারী (৫৫) বিরুদ্ধে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগে সম্প্রতি চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন বাদী মোঃ শাহজাহান সরকার (৫৬)। দায়েরকৃত সি.আর মামলা নং- ১১৩০/২০২৪। আদালত মামলাটি আমলে নিয়ে চাঁদপুর সিআইডি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন ।
মামলায় বিবাদী : সালে আহমেদ বেপারির পিতার নাম মৃত মোঃ আঃ সামাদ পাটোয়ারী। পুরান বাজারে জন্মগ্রহণ করলেও প্রথমে গুয়াখোলা এলাকায় বাসা ভাড়া করে থাকতেন এবং পরবর্তীতে তিনি উত্তর জিটি রোডে সম্পত্তি ক্রয় করে বাড়ি করেন।
এরশাদের আমলে জাপার টিকিটে চাঁদপুর থেকে এমপি নির্বাচন করে নির্বাচনে পরাজয়ের ভরাডুবি ঘটায়। ১৯৯১-১৯৯৬ আমলে বিএনপি’র সাথে মিলে-মিশে সুযোগ-সুবিধা নেন। ১৯৯৬-২০০১ সালে আওয়ামী বনে যান এবং এ সময়ও অনেক সুযোগ-সুবিধা হাতিয়ে নেন। ২০০৮-২০২৪ আওয়ামী লীগ আমলে পুরোদমে আওয়ামী লীগের সাইনবোর্ডে অনেক কিছু হাতিয়ে নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ আবার কলা গাছ থেকে বটগাছ বনে যান। চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে সে একবার অর্থ সম্পাদকও ছিল।
অভিযোগ উঠেছে ,চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রের “শপথ চত্বর”- এর পূর্ব-উত্তর পাশে অবস্থিত ৭ তলা বিশিষ্ট “চাঁদপুর টাওয়ার”-এর বিষয় নিয়ে নানা অভিযোগ রয়েছে ভুক্তভোগী এলাকাবাসী এবং সর্বস্তরের সাধারণ ব্যবসায়ীদের । তার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিস্ট কবির চৌধুরীর আয়না ঘর এখন নিজের আয়না ঘর হিসেবে ব্যবহার করার মারাত্মক অভিযোগ উঠেছে।
বিজ্ঞ আদালতে দায়েরকৃত সি.আর মামলা নং- ১১৩০/২০২৪ সূত্রে প্রকাশ, বাদী একজন সহজ, সরল, নিরীহ আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল প্রতিষ্ঠিত ব্যবসায়ী বটে। বাদী ঢাকায় ১৫৪ নম্বর মতিঝিল “কুলমাঠ ইন্টারন্যাশনাল লিঃ” প্রতিষ্ঠান দিয়ে এয়ার কন্ডিশন-এর ব্যবসা করেন এবং বাদী তার জন্মস্থান চাঁদপুর শহরের দক্ষিণ জি.টি রোডের সরকার বাড়ির মালিকীয় দখলীয় কিছু অংশ সম্পত্তিতে “দারুস সুন্নত আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
অপরদিকে আসামি সালে আহমেদ বেপারী (৫৫) একজন চাঁদাবাজ, ভূমিদস্যু। আসামির নির্দিষ্ট কোন কাজকর্ম না থাকায় চাঁদাবাজি করা, চাঁদা আদায় করা, ভূমি দস্যুতা করা আসামির পেশা ও নেশা।
গত ৩১ অক্টোবর,২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ রোজ বৃহস্পতিবার রাত অনুমান ৯ ঘটিকার সময় উত্তর জি টি রোডস্থ ১৫ নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে বাদীকে আটক করে নগদ ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং দাবীকৃত চাঁদা আদায় করার জন্য আসামি তার হাতে থাকা ধারালো ছুরি বাদীর গলায় ধরে হত্যার হুমকি দিয়ে ১ ফর্দ সাদা কাগজে স্বাক্ষর নেয়।
এ সময় আসামীসহ ৮/১০ জন সন্ত্রাসী বাদীকে বলে যে, ৩ নভেম্বরের মধ্যে চাঁদার টাকা জোগাড় করে রাখার জন্য আর যদি বাদী আসামীসহ অজ্ঞাত নামা উক্ত ৮/১০ জন সন্ত্রাসীকে চাঁদার টাকা না দেয় তাহলে বাদিকে মাটি ভরাট করতে দিবে না।
পরবর্তীতে ৩ নভেম্বর রোজ রবিবার সকাল অনুমান ১০ ঘটিকার সময় বাদী তার পৈতৃক সূত্রে মালিকীয় দখলীয় বি.এস ১৯২ নং খতিয়ানের ২৩০৪ দাগের মোট ৬০ শতাংশ ভূমি মাটি ভরাট করা অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থলে আসামিসহ উক্ত অজ্ঞাতনামা ৮/১০ জন সন্ত্রাসী বাদীর কাছে পূর্বে দাবীকৃত ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। বাদী কিসের চাঁদা দিবে বললে আসামিসহ উক্ত সন্ত্রাসীরা তাদের হাতে থাকা লোহার রড, কাঠের আদল ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বাদীকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।
আসামি তার দুই হাত দিয়ে বাদীকে হত্যা করার অসৎ উদ্দেশ্যে বাদীর গলায় জোরে চাপ দিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে। বাদী বহু কষ্টে প্রাণে রক্ষা পায়। পুনরায় আসামী বাদীর ডান চোখ নষ্ট করার জন্য বাদীর ডান চোখে ঘুষি মেরে মারাত্মক জখম করে।
বাদির ডাক- চিৎকারে সাক্ষীগণসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিসহ অজ্ঞাতনামা ৮/১০ জন আসামি চলে যায়। আসামিরা চলে যাওয়ার সময় বাদীকে এই বলে হুমকি ধমকি দেয় যে, ঘটনার বিষয়ে কোন মামলা করলে বাদীকে ধারালো ছেনি দিয়ে জবাই করে লাশ মাটির নিচে গুম করে ফেলবে, বাদিকে অপহরণ করে নিয়ে হত্যা করবে মর্মে হুমকি-ধমকি দিয়ে আসামিগণ চলে যায়।
এ ব্যাপারে বহুল আলোচিত ও সমালোচিত সালে আহমেদ বেপারীর বক্তব্য জানার জন্য তাকে ফোন করা হলে তিনি তার বক্তব্যে বলেন, ” আমি শাহজাহান সরকারের কাছে মোট ২৫ লক্ষ ২৫ হাজার টাকা পাওনা আছি। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ) উক্ত টাকা আমাকে দেয়ার কথা ছিল সাবেক কাউন্সিলর মালেক বেপারীর অফিসে ( চাঁদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরের অফিস)। কিন্তু তিনি উক্ত টাকা না দেয়ার পাঁয়তারায় আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন “।
এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের আরেক প্রশ্নের জবাবে সালে আহমেদ বেপারী গতকাল শনিবার (০৯/১১/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ) রাতে মুঠোফোনে খোলামেলাভাবে স্পষ্টত জানান, ” ২৫ লক্ষ ২৫ হাজার টাকার কোন (দালিলিক) প্রমাণ পত্রাদি আমার কাছে নাই “।
এমতাবস্থায় দেশের বর্তমান রাজনৈতিক উদ্ভুত পরিস্থিতিতে চাঁদপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টিকারী ১৬ বছরের আওয়ামী ফ্যাসিস্ট সালে আহমেদ বেপারির এহেন দুষ্কর্মের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে চাঁদপুরের সর্বস্তরের নিরীহ ও সাধারণ মানুষকে রক্ষা করার জন্য স্থানীয় অভিজ্ঞ ও পর্যবেক্ষক মহল বর্তমান অন্তবর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ এবং চাঁদপুর জেলায় দায়িত্বরত সেনাবাহিনী কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি আকর্ষণপূর্বক ত্বরিত হস্তক্ষেপ কামনা করেন।