এস. এম ইকবাল : আপনাদের দাবীর প্রেক্ষিতে আমি জনগণের কর্মচারী হিসেবে কাজ করার ইচ্ছা পোষণ করছি। সেই জন্য আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আপনাদের কর্মচারী বা চাকর হওয়ার সুযোগ দিবেন বলে আমি আশা করি। এই সময়ে আপনারা চান কিনা এই প্রশ্নের জবাবে স্থানীয় উপস্থিত লোকজন তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।
রোববার (১০ নভেম্বর) বিকালে গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা পালিয়েছে। তিনি পালিয়েছে খুনের দায়ে, চুরির দায়ের, সন্ত্রাস করার দায়ে । তিনি এদেশের মানুষকে ভালবাসেন নি। আপনাদের সন্তানদের ভালবাসে নি, এদেশের জনতাকে ভালবাসে নি। তিনি যদি ভালবাসতো তাহলে তিনি হাজার হাজার জনতার উপর গুলি চালানোর নিদের্শ দিতেন না। আজো তিনি একটি ষড়যন্ত্র করতে চেয়েছিল। তিনি আমেরিকা নতুন প্রেসিডেন্ট ট্রাম্প এর ছবি সংযুক্ত পোস্টার পোড়ানোর মাধ্যমে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক নষ্ট করার চক্রান্ত করেছিলেন। তার মনে হয়েছিল এই ঘটনা ঘটাতে পারলে আমেরিকার সাথে আমাদের বিদ্বেষ পূর্ণ সম্পর্ক তৈরি হবে, যাতে বাংলাদেশের ক্ষতি হতো।
গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম কিরনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান দুলাল, মো. মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম নজু, আব্দুল খালেক পাটওয়ারী, মাসুদ আলম বেপারী, পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী,
রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী প্রমুখ।