স্টাফ রিপোর্টারঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের মাদকবিরোধী পৃথক অভিযানে দুইজন মাদক কারবারিকে গাজা সহ আটক করা হয়েছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ৯ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে গঠিত রেইডিং টীম চাঁদপুর সদর মডেল থানাধীন বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মঙ্গল খাঁ (৪৫),কে ১শ’ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। আটক কৃত মঙ্গল খাঁ-চাঁদপুর সদরের খলিশাডুলী, ওয়াপদা গেট (খাঁন বাড়ী),নিবাসী মন্নানের ছেলে।
১০ নভেম্বর সকালে আরেকটি অভিযানে মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ পাঠান (৫২), কে ৪০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। আটককৃত নুর পাঠান সদরের পূর্ব গুনরাজদী (পাঠান বাড়ী), এলাকার কালু পাঠানের ছেলে।
আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম বাদী হয়ে ২টি নিয়মিত মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন চাঁদপুর জেলা কে মাদক মুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান চলবে।