চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

মহসিন হোসাইন: চাঁদপুর জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়েছে। ১০নভেম্বর (রবিবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়।

সভার সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন চাঁদপুর জেলা জজকোর্টের পিপিদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষ যেন যথাযথ আইনী সেবা পা‌‌য় সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে আরো সততা ও বিচক্ষণতার সহিত কাজ করতে হবে। এছাড়াও তিনি বিভিন্ন পারিবারিক, ভূমি সংক্রান্ত ও জটিল মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে সরকারী পিপিদেরকে নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন আপনাদের কাজের অগ্রগতি এবং মামলা দ্রুত নিষ্পত্তি হলেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে।

এছাড়াও বাজারগুলোতে কেন অগ্নিকাণ্ড ঘটে, কি কারণে হয় সে বিষয়ে আরেকটু নজরদারির জন্য জেলা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে বলা হয়।

এসময় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারদের কাজের বিষয়ে বলেন, তারা বর্তমানে অনেক চাপে রয়েছেন। অনেক কৌশলে কাজ করে যেতে হচ্ছে তাদেরকে এই মূহুর্তে। তাই তিনি উপজেলা নির্বাহী অফিসারদের ধন্যবাদ জানান এবং কাজের গতি ঠিক রাখতে উৎসাহ দেন।

জেলা প্রশাসক আইনশৃঙ্খলা মিটিংয়ে ইউএনওদের উদ্দেশ্যে বলেন, উপজেলায় কোনো সভা সমাবেশ করতে গেলে একটু বিশেষ ভাবে দেখবেন। চাইলেই যেকোনো জায়গায় সভা সমাবেশ করা যাবে না। এই বিষয়ে সভা সমাবেশ কমিটির লোকজনের সাথে কথা বলতে হবে।

আপনারা উপজেলা নেতাদের সাথে বসেন, চা খান, তাদের সাথে কথা বললে অবশ্যই তারা বুঝবে। তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলতে হবে। এই বিষয়ে নজর দিতে বলেন তিনি।

ওয়াজ মাহফিল নিয়ে ডিসি বলেন, যখন একটি আবেদন আসবে, তখন তাদেরকে বুঝিয়ে বলবেন, তাদের সাথে বসবেন। এগুলো যেখানে সেখানে করতে দেওয়া যাবে না। নয়তো যেকোনো সময় যেকোনো ধরনের বিতর্কসহ সমস্যা সৃষ্টি হতে পারে। তাই দেখে শুনে যাচাই বাচাই করে অনুমতি দেওয়ার কথা বলেন।

এছাড়াও বিশেষ করে তিনি জেলা নৌ পুলিশকে বলেন, নদী দিয়ে মাদক ব্যবসায়ীরা বেশি চলাচল করে। তাদের বিষয়ে আরো স্বোচ্চার হতে হবে। যারা বালু উত্তোলন ব্যাবসার সাথে জড়িত তারাই বেশিরভাগ মাদক ব্যবসার সাথে জড়িত।

তিনি বলেন, আমি চাই প্রতিদিন বালু উত্তোলনে অভিযান চালু থাকুক। প্রকৃত অন্যায়কারীকে আইনের আওতায় আনা হোক।

এসময় স্কুল কলেজগুলোর বিষয়ে বলেন, বিভিন্ন জায়গায় স্কুল কলেজে নানান ধরনের অপকর্ম হচ্ছে। কিন্তু দায় এসে পড়ছে উপজেলা কর্মকর্তাগণের উপর। এই বিষয়ে আরো স্বোচ্চার হতে হবে। রেলওয়ে বিষয়ে জেলা প্রশাসক রেলওয়ের কর্মকর্তাকে মাদকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়ে নির্দেশনা দেন। রেলওয়ে টিকেট বিক্রি,রেলে মাদকদ্রব্য সরবরাহসহ সকল বিষয়ে আগামীতে আরো ভালোভাবে নজরদারি দিতে বলে দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।

এসময় জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারদের উদ্দেশ্যে বলেন- উপজেলা ভিত্তিক অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে জরিমানা করলে সেগুলো আর পরবর্তীতে হবে না। তাই এগুলো গুরুত্ব দিতে হবে। থানায় অভিযান থাকুক আর না থাকুক কোনো ক্লু পেলেই তার বিরুদ্ধে একশ্যান নিতে হবে।

এদিকে জেলা শহরে আগামী মাস থেকে কোনো সিএনজি ঢুকতে পারবেনা। এই নিয়ে ১মাস সময় বেঁধে দেওয়া হয়েছে জেলা সিএনজি মালিক সমিতি কে। তাছাড়া বাজারের ফুটপাত গুলো উচ্ছেদ করতে হবে। চাঁদপুর (সেতু) ব্রিজ টোলের বিষয়ে তিনি বলেন, জনগন যেটা না চায়, সেটা আমরাও করতে পারি না। তাই টোলের বিষয়ে আমরা কোনো মতামত দিতে পারছি না।

এসময় উপস্থিত বক্তারা বলেন, জেলায় কিশোর গ্যাংয়ের উৎপাত আগের চেয়ে কিছুটা কমেছে। তাই জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। পরে বক্তারা জেলার বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেন। এরমধ্যে রয়েছে বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন সংক্রান্ত কার্যক্রম, নিয়মিত আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও মোবাইল কোর্ট পরিচালনা করা, মাদকদ্রব্য ও চোরাচালান সংক্রান্ত বিষয়, বাজার মনিটরিং ও ভেজাল খাদ্য প্রতিরোধ সংক্রান্ত বিষয়াদি, নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধের বিষয়ে আলোচনা, নারী নির্যাতন ও ইভটিজিং সংক্রান্ত ও গ্রাম আদালত কার্যক্রম পরিচালনাসহ সকল বিষয়ে আলোচনা করেন তারা।

চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) ও পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম), চাঁদপুর জেলা অতিরিক্ত নৌ পুলিশ সুপার- , চাঁদপুর সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক মোঃ মাহবুবুর রহমান,জেলা মৎস কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জজকোর্টের নারী পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম ,স্পেশাল (পিপি) নারী ও শিশু এ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, চাঁদপুর জেলা পাসপোর্ট অফিসের কর্মকর্তা- মোঃ জাহাঙ্গীর, জেলা বিআরটিএ কর্মকর্তা- মোঃ আনোয়ার হোসেন, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা- মোঃ সালাউদ্দিন, সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর