হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

চাঁদপুর খবর রির্পোট: হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত মাসুম হোসাইন (২৩) মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত মাসুম উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েস্বর গ্রামের মজুমদার বাড়ির আমিন মজুমদারের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে যাওয়ার পথে হাজীগঞ্জ-সুহিলপুর-ধড্ডা সড়কের সিহিরচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাসুম হোসাইন ওই সড়ক দিয়ে নিজ গ্রামের রাস্তায় প্রবেশের পথে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।

এতে মোটরসাইকেলটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রাজধানীর একটি হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাসুম।

শুক্রবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে মাসুম হোসাইনের অকাল মৃত্যুতে তার পরিবার, নিকট আত্মীয়-স্বজন ও বন্ধুমহলসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের স্বজন কালচোঁ উত্তর ইউনিয়নের মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আউয়াল।

সম্পর্কিত খবর