স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সমগ্র বাংলাদেশের ন্যায় চাঁদপুরে শনিবার (৯ নভেম্বর) চাঁদপুর নিউ ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদরাসা ও হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা ২ টি কেন্দ্রে জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম ও সহকারী সেক্রেটারী মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরীর সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন এসোসিয়েশনের কেন্দ্রিয় প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, লক্ষ্মীপুর জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল মিজান।
এসময় তারা জেলা এসোসিয়েশনের দায়িত্বশীলদের সঙ্গে নিয়ে কেন্দ্র ঘুরে দেখেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছ থেকে পরীক্ষা কেন্দ্রের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। হলের পরিবেশ সন্তোষ প্রকাশ করে তারা বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই পরীক্ষা হচ্ছে। পরীক্ষা যেন শেষ পর্যন্ত সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে এজন্য সবার সহযোগিতা কামনা করছেন।
পরীক্ষা কেন্দ্র ১ : হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসা কেন্দ্রে ৩শ’ পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। কেন্দ্র দায়িত্ব পালন করেন হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা আ.জ.ম ইসমাইল হোসেন (আযাদ), ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, ফাউন্ডেশনের সেক্রেটারী নুরুল ইসলাম ও মাওলানা নেয়ামত উল্লাহ, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মো. মজিবুর রহমান মস্তান।
এ সময় উপস্থিত ছিলেন : চাঁদপুর আল-আমিন মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস শুকুর মোস্তান, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মিল হোসাইন আনসারী, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রভাষক মুহা: জুবাইর হুসাইন খান প্রমুখ।
পরীক্ষা কেন্দ্র ২ : হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা কেন্দ্রে দু’শতাধিক পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এই কেন্দ্রের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন এসোসিয়েশনের জেলা সহ-সভাপতি মাওলানা জিল্লুর রহমান, হল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসা মুহাদ্দিস শহিদুল্লাহ।
এসময় জেলা ও কেন্দ্রেয় নেতৃবৃন্দ হল পরিদর্শন করেন। এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়।
আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রশংসা করেন। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরনের জ্ঞানমূলক আয়োজন আরো বেশী পরিমাণে বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী হবে।