গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি মাহবুব মোরশেদ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটি অনুমোদন হয়। এতে সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রাজনৈতিক নেতা মো. মাহবুব মোরশেদ কচি পাটওয়ারী।

গত ৬ নভেম্বর ২০২৪ ইং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে কলেজ অধ্যক্ষ বরাবর এ এডহক কমিটি অনুমোদন দেন। আগামি ৬ মাসের মধ্যে উক্ত এডহক কমিটি কলেজের কার্যক্রমে অগ্রগতি ভূমিকা রাখবেন।

এদিকে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে মো. মাহবুব মোরশেদ কচি পাটওয়ারীকে মনোনীত করায় তার কর্মী সমর্থক এবং কলেজের শিক্ষার্থী অভিভাবক মহল কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়।

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটির নব-নির্বাচিত সভাপতি মো. মাহবুব মোরশেদ কচি পাটওয়ারী বলেন, আমি প্রথমে আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার চেষ্টা থাকবে গত ১৭ বছরে আওয়ামী লীগের সময়ে পিছিয়ে পড়া শিক্ষার মানকে বৃদ্ধি করা। এ জন্য আমি শিক্ষকমণ্ডলী, অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করছি।

সম্পর্কিত খবর