চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের উত্তর মৈশাদী নির্বাসী মৃত আবু তাহের মিয়াজী’র ছেলে প্রবাসী মো: আনাস মিয়াজীর বৌ-ভাত অনুষ্ঠান বরের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯নভেম্বর (শনিবার) বাদ যোহর বরের উত্তর মৈশাদীস্থ নিজ বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা যুবদলের সেক্রেটারী অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
এসময় আরো অংশগ্রহন করেন চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড:কামাল উদ্দিন ,মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর সাত্তার মাষ্টার, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বপন, ৬নং মৈশাদী ইউনিয়ন যুবদলের সভাপতি বাবুল মৃর্ধা কালু, ৬নং মৈশাদী ইউনিয়নের যুবদলের সাধারন সম্পাদক মাহাবুব খান বাবলু,
৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, সমাজসেবক সাবেক মেম্বার মো: সফিক কারী, সমাজসেবক মো: শাহালম মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মো: শওকত কারী, ৬নং মৈশাদী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজাম্মেল মজুমদার, ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক,
৬নং মৈশাদী ইউনিয়ন যুবদলের সহ-সাধারন সম্পাদক শাহীন গাজী, ৬নং মৈশাদী ইউনিয়নের যুবদলের দপ্তর সম্পাদক সাদ্দাম মৃর্ধা, স্থানীয় মো: শরীফ মিজি, বরের বড় ভাই মো: নোমান মিজি, কনের ভাই মো: সাইফুল, কনের চাচাতো ভাই মো: মামুন মিজি, মো: আরিফ মিজিসহ অতিথিবৃন্দগণ।
এসময় অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দগণ উপস্থিত ছিলেন।