চাঁদপুর খবর রির্পোট: নাশকতার মামলায় চাঁদপুর পৌর ২নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য রাসেল সর্দার ও পৌর ২নং ওয়ার্ড যুবলীগের সক্রীয় সদস্য আব্দুছ ছাত্তার ওরফে সত্তু কে গ্রেফতার করা হয়েছে।
নাশকতা মামলায় আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে ।উক্ত মামলায় আটক আসামীদের রিমান্ডের আবেদন জানানো হতে পারে ।
৮নভেম্বর চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া ও এসআই আওলাদ হোসেন গ্রেফতারের বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন।
চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার এফআইআর নং-১৩, তারিখ- ১৭ আগস্ট, ২০২৪; জি আর নং-৫৭৩, তারিখ- ১৭ আগস্ট, ২০২৪; ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৪৩৬/৩৮০/৪২৭/৫০৬(২) পেনাল কোড- ১৮৬০ ধারায় মামলায় চাঁদপুর পৌর ২নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য রাসেল সর্দার কে আটক করা হয়। তার পিতা-মৃত আজাহার সর্দার, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-মধ্য শ্রীরামদি, ২নং ওয়ার্ড, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।
চাঁদপুর মডেল থানার এফআইআর নং-২০, তারিখ- ১৮ অক্টোবর, ২০২৪; জি আর নং-৬৩০, তারিখ- ১৮ অক্টোবর, ২০২৪; ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড মামলায় চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড যুবলীগের সক্রীয় সদস্য আব্দুছ ছাত্তার ওরফে সত্তু কে গ্রেফতার করা হয়। তার পিতা-মৃত নুরু গাজী, মাতা-আয়েতি বেগম, সাং-মধ্য শ্রীরামদি, কবরস্থান রোড, ২নং ওয়ার্ড, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।