স্টাফ রিপোর্টার :চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান শাহীনের নেতৃত্বে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদর সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শুভেচ্ছা বিনিময় করেন।
গত ৭ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির আয়োজিত কর্মসূচী শেষে সন্দ্ব্যায় চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান শাহীনের আমন্ত্রণে শহরের গুয়াখোলাস্হ বাস ভবনে যান চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
এসময় বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীনের নেতৃত্বে শত শত জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর তাঁকে মুহু মুহু শ্লোগানে বরন করে দেন।
এরপর তিনি গাড়ি থেকে নেমে উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান এবং তাঁদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি দলের নেতাকর্মীদের কে দেশ, জনগণ ও সংগঠনের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানান।
তিনি উক্ত মতবিনিময় আনুষ্ঠানিক ভাবে কোনো বক্তব্য রাখেননি। শুধু মাত্র শুভেচ্ছা বিনিময় করে রাতের ডিনার শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।