শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা

স্বপন কর্মকার মিঠুনঃ চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন জনগণের সরকার নির্বাচিত হলে, যারা আমার নেতাকে নির্যাতন করেছে, দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে। চাঁদাবাজি, কাউদের উপর হামলা, নির্যাতন, বাড়ি ঘরে অগ্নিসংযোগসহ যে কোনো বিশৃঙ্খলতা জাতীয়তাবাদী দল করে না। জাতীয়তাবাদী শান্তি প্রীয় দল। দলে কেউ উশৃংখলতা করলে তা বরদাস্ত করা হবে না।

গতকাল শুক্রবার বিকাল ৩ টায় শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যেগে আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়াভাঙ্গা এলাকা হতে বণ্যঢ শোভাযাত্রার সুচনাকালে ইঞ্জিনিয়ার মমিনুল হক চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ওই বক্তব্যে রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সেক্রেটারী মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সেক্রেটারী মোঃ আকতার হোসেন পাটোয়ারী, বিএনপির নেতা এটিএম জিয়া উদ্দিন বাদল, শেখ বেলায়েত হোসেন সেলিম, ইকবাল হোসেন, উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল গণি, যুগ্ম আহবায়ক শাহিদুল হক মজুমদার (সোহেল)। এছাড়া উপজেলা ও ১০টি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়াভাঙ্গা এলাকা হতে শোভাযাত্রা শুরু হয়ে শাহরাস্তি উপজেলা পরিষদ মাঠে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়।

সম্পর্কিত খবর