স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান কোন অন্যায়কে প্রশ্রয় দেয় নাই। আপনারা জনগণের পাশে থাকবেন। কোন অন্যায় কাজে লিপ্ত হবেন না’। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শুরু করার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য চাঁদপুর জেলা বিএনপি সভাপতি এসব কথা বলেছেন।
বৃহস্পতিবার দুপুরে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সভায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুনীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। সভার শুরুতে কোরআন তেলওয়াত জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাও. জাকির মৃধা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সভা স্থানে এসে শেষ হয়। এর আগে সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।