চাঁদপুরে ওলামা দলের সভাপতি উপর সন্ত্রাসী হামলা : থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদার দাবিতে জাতীয়তাবাদী উলামা দলের চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন সভাপতি কাজী মাওলানা আনোয়ার হোসেন মোল্লাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

এ সময় ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ১ নং ওয়ার্ড মধ্য রঘুনাথপুরে কাজী অফিস ভাঙচুর করে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মধ্য রঘুনাথপুর মোল্লাবাড়ি খনকার মাদ্রাসার পাশে কাজী অফিসে এই হামলার ঘটনাটি ঘটে।

এই ঘটনায় হামলাকারী অন্ধ জাকির হাফেজের ছেলে মোবারক, রাহাত ব্যাপারী, রাসেল খানসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। হামলায় আহত কাজী মাওলানা আনোয়ার হোসেন মোল্লা জানায়, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকার চিহ্নিত চাঁদাবাজ হত্যা মামলার আসামি মোবারকসহ তার সঙ্গবদ্ধ চক্ররা বাড়িতে হামলা চালিয়ে ১ লাখ টাকা চাঁদা জোরপূর্বক হাতিয়ে নেয়। এলাকায় কাজীর কাজ করতে হলে তাদেরকে আরো টাকা দিতে হবে বলে জানায়।

ঘটনার দিন দুপুরে মোবারকের নেতৃত্বে ৭-৮ জন এসে অতর্কিত হামলা চালিয়ে কাজী অফিসটি ভেঙে ফেলে পাঁচ লক্ষ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় এলাকাবাসী পরে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

এই ঘটনার পরেও ক্ষেন্ত না হয়ে তারা জানে মেরে ফেলার হুমকি দেয়। তাদের ভয়ে সপরিবারে নিরাপত্তা হীনতায় ভুগছে বলে অভিযোগ করেন।

হামলাকারীদের বিরুদ্ধে এর পূর্বে ডজন খানেক সন্ত্রাসী হত্যা মামলা ছিনতাই ও মাদক মামলা রয়েছে। তারা এর পূর্বে বেশ কয়েকবার আটক হয়ে জেল খেটে বের হয়ে পুনরায় অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ সকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয়ে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।

তাই খুব দ্রুত অপরাধ কর্মকাণ্ড বন্ধে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।

সম্পর্কিত খবর