স্টাফ রিপোর্টার : মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ৪ নভেম্বর রাত সাড়ে ৭টায় চাঁদপুর এলিট চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলামের সভাপতিত্বে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কামরুল ইসলামকে সভাপতি ও মোহাম্মদ শামছুল আলম (সূর্য)কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। কমিটিতে সহ সভাপতি যথাক্রমে রোটা: মো: আশরাফুল আরিফ, রোটা: মো: মাহফুজুর রহমান রানা, এড. সাইফুল ইসলাম পাটওয়ারী, জাফর আহমেদ দেওয়ান, মাহবুবুল হাসান ইমু, মো: হোসনী মোবারক (ইমন), আমিনুজ্জামান খান (বাপ্পী),
মোতালেব মস্তান, মোহাম্মদ মহিউদ্দিন বাবুল, মোহাম্মদ হাবিবুর রহমান রাঢ়ী, মো: রুবেল খান। যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে- পলাশ কুমার সোম, মো: আলমগীর (রুবেল), মো: মাহফুজুর রহমান। সহ সাধারণ সম্পাদক যথাক্রমে মো: মতিউর রহমান মিয়াজী,
মো: রিপন খান। সাংগঠনিক সম্পাদক পদে শাহাদাত হোসেন জাভেদ, অর্থ সম্পাদক রাসেল পাটওয়ারী, দপ্তর সম্পাদক মো: আরিফুল ইসলাম নিবাস, আইন বিষয়ক সম্পাদক এড. সানজিদ হাসান (সানি), মহিলা সম্পাদিকা সীশা ইসলাম ও প্রচার সম্পাদক নাজমুল হাসান।
সম্মানিত কার্যকরী সদস্য যথাক্রমে সাফায়েত আহমেদ রুমি, গাজী আলমগীর, মোজাম্মেল হক, মিঠুন দাস ও নিলয় দাস। উক্ত কমিটি আগামী ৩বৎসর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।