স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কৃতি সন্তান, সিলেট মেট্টোপলিটন পুলিশের সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়দুর রহমান বাবু পিপিএম ঢাকায় উনার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না…. রাজিউন)।
সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে রেলওয়ে পুলিশে বদলি হয়ে উনি সিলেট থেকে ঢাকায় গমণ করেন।
তিনি ২০ তম বিসিএস ব্যাচের একজন সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। সে চাঁদপুরের পবীন রাজনীতিবিদ এডভোকেট আবু জাফর মইনুদ্দিনের বড় ছেলে।
শোক প্রকাশ
চাঁদপুরের কৃতি সন্তান, সিলেট মেট্টোপলিটন পুলিশের সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়দুর রহমান বাবু পিপিএম ইন্তেকাল করায় শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।