স্টাফ রিপোর্টার : চাঁদপুরে মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় আটক চাঁদপুরের কৃষি ব্যাংকের এজিএম আব্দুল কাইয়ুম খান আদালতের থেকে জামিন লাভ করেছে।
গতকাল সোমবার (৪ নভেম্বর) চাঁদপুর আদালত তাকে হাজির করলে আদালত জামিন মঞ্জুর করেন। বিষয়টি গতকাল ৪ নভেম্বর রাতে দৈনিক চাঁদপুরকে নিশ্চিত করে চাঁদপুর নৌ-থানার ওসি মোহাম্মদ হানিফ।
তিনি জানান, আটক চাঁদপুরের কৃষি ব্যাংকের এজিএম আব্দুল কাইয়ুম খানসহ ১৪ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে, উক্ত মামলায় শুধুমাত্র কৃষি ব্যাংকের এজিএম আব্দুল কাইউম খানকে আদালত জামিন মন্জুর করেন ।
জানা গেছে, চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩ নভেম্বর রবিবার বিকেলে সদর উপজেলার আনন্দ বাজার এলাকা থেকে কৃষি ব্যাংকের এজিএম আব্দুল কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করা হয়। পরে গতকাল সোমবার তাকে আদালতে হস্তান্তর করলে তাকে আদালত জামিন প্রদান করেন।