সমির ভট্রাচার্য্য : মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১টি ইজিবাইক ও আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের সার্বিক দিক নিদের্শনায় মতলব দক্ষিন অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদের তত্ত্বাবধনে এসআই(নিরস্ত্র)/মোঃ আব্দুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও এলাকায় হইতে অভিযান চালিয়ে অন্তঃজেলা চুর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে ।
গত ৩ অক্টোবর উত্তর নওগাঁও গ্রামে চুরি করার প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে পুলিশ ।
যারা গ্রেফতার হয়েছে তারা হলেন মতলব উত্তর উপজেলার আদুরভিটি গ্রামের ওমর আলীর ছেলে ১.মোঃ সুজন প্রকাশ (বেজি) (২৭) ৮ মামলার আসামী , মতলব পৌরসভার বাইশপুর গ্রামের আবুল হাসেম মিয়াজীর ছেলে ২. সোহেল মিয়াজী(৩৫) ১২ মামলার আসামী ও হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও দাইবাড়ীর মফিজ উদ্দিনের ছেলে ৩. ইব্রাহিম(৩০) কে গ্রেফতার ও ১টি ব্যাটারি চালিত ইজিবাইক (অটোরিক্সা) জব্দ করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার মামলা নং নং-০২, তারিখ-০৩/১১/২০২৪ ধারা-৩৭৯/৪১১ আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে ।
এছাড়াও এসআই(নিরস্ত্র)/ জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন চর মুকুন্দি এলাকায় হইতে অভিযান পরিচলনা করিয়া সি.আর ৫৮৩/২০২২ এর ওয়ারেন্টভূক্ত আসামী চরমুকন্দি গ্রামের হাশু সওদাগরের ছেলে ১. মোঃ জাহাঙ্গীর মিয়া (৪২) কে এসআই(নিরস্ত্র)/ আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন নবকলস এলাকায় হইতে অভিযান পরিচলনা করিয়া সিআর ২৯/২০০৮ এর ওয়ারেন্টভূক্ত আসামী ০১ বছরের কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামী নবকলস ফকির বাড়ীর সিধু ফকিরের স্ত্রী রাজিয়া বেগমকে
গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মেদ বলেন আন্তঃজেলা চুর চক্রের ৩ জনসহ ৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান আরো জোরদার করা হবে।