স্টাফ রিপোটার : চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র কালীবাড়ি মোড় এলাকার মুক্তিযুদ্ধা সড়কের ভুইয়া সেন্টারের দ্বিতীয় তলায় ১০ টাকা থেকে ১৫০ টাকার মার্কেটের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে চাঁদপুর শহরের বেশকয়েকটি মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
৩ নভেম্বর সোমবার বিকেল সাড়ে চারটায় ভুইয়া সেন্টারে দ্বিতীয় তলার দশ টাকা থেকে ১৫০ টাকার মার্কেটের স্বত্বাধিকারী কালাম আহমেদের পরিচালনায় প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়ায় মোনাজাত অনুষ্ঠিত হয়।মিলাদ ও দোয়ায় মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জাফরুল্লাহ।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষতির আলমগীর হোসাইন, সাংস্কৃতিক নাট্য ব্যক্তিত্ব লিটন ভূঁইয়া, আনিসুর রহমান সহ স্থানীয় ও রেলওয়ে হকার্স মার্কেটর ব্যবসায়িবৃন্দ। সব শেষে ক্রেতা সাধারনের মাঝে তবারুক বিতরন করা হয়।