স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে নায্যমূল্যে জনতার বাজার চালু করা হয়েছে।
রোববার সকালে চাঁদপুর শহরের পাল বাজারে জনতার বাজার উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
নিত্যপণের দাম সাধারণের ক্রয়সীমার মধ্যে রাখতে প্রতিদিন সকাল ৮ টা থেকে স্টক থাকা পর্যন্ত এই বিক্রি চলবে। নিত্যপণ্যের মধ্যে রয়েছে করলা, টমেটো, কাঁচা মরিচ, লাউ, আলু, বরবটি, ছিম, বেগুন,ঢেড়শ, পেঁপে ও মিষ্টি কুমড়া। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য পাওয়ায় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। ক্রেতারাও এমন বাজার দেখে খুশি।
ক্রেতা আলমগীর বলেন, দাম নাগালের মধ্যেই আছে। অন্যান্য দোকান থেকে এখানে ন্যায্যমূল্যে পাওয়া যায়।
শিক্ষার্থীদের পক্ষে তামিম বলেন, করলা ৬০ টাকা, টমেটো ১২৫ টাকা, কাঁচা মরিচ ১৩০ টাকা, ছিম ৬৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রথম তিন ঘন্টায় প্রথমদিনের স্টক শেষ হয় যায়। এরআগেও শহরের বিপণীভাগ এলাকায় জনতা বাজার চালু করা হয়েছে।
স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানান চাঁদপুর জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন। তিনি বলেন, শিক্ষার্থীরা কৃষকের সবজি নিয়ে আসে। এতে ক্রেতারা অল্প দামে এখান থেকে কিনতে পারে। অন্যদিকে আশপাশের বিক্রেতারা তাদের নিত্য পণ্যের দাম কমিয়ে স্বল্প লাভে বিক্রি করতে শুরু করবে।