স্বেচ্ছাসেবীদের সেবা দিয়ে সহযোগিতা করছেন যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিট

স্টাফ রিপোর্টার : এ এক অন্যরকম বাংলাদেশ। যেখানে আছে সম্প্রীতির বন্ধন, যেখানে আছে ভালোবাসা, যেখানে আছে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর প্রতিশ্রুতি।

এমনটাই দেখা গেছে জেলা প্রশাসনের উদ্যোগে এসবি খাল পরিষ্কার কার্যক্রম। যেখানে চাঁদপুর জেলা প্রশাসন, পৌরসভা ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে।

চাঁদপুরের সাধারণ জনগণের এই সেবা দানকারীদেরও সেবা দিতে সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিট। পরিষ্কার পরিচ্ছন্ন কাজে স্বেচ্ছাসেবকরা যখনই আহত হচ্ছেন, সাথেই সাথেই প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে সহায়তা করছেন তারা। দীর্ঘ বছর পরে শনিবার (২ নভেম্বর) সকালে চাঁদপুর শহরের মুন্সেফপাড়া এলাকা অংশে অতিগুরুত্বপূর্ণ এসবি খাল পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জাতীয় যুব দিবস উপলক্ষ্যে প্রত্যেক জেলায় একটি খাল পরিস্কার ও পরিচ্ছন্ন করার উদ্যোগের অংশ হিসেবে এসবি খালটি নির্ধারণ করা হয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন, জাগরণ গোল্ডেন ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীসহ প্রায় দেড় শতাধিক লোক অংশগ্রহণ করে। জেলা প্রশাসকের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধনের পর থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যখন পরিষ্কার-পরিচ্ছন্নতায় লেগে পরে ঠিক তখনই যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিট সেইসব স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসা সেবা দান করেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমে যখনই কোন স্বেচ্ছাসেবক আহত হচ্ছেন তখনই যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিট তাদের চিকিৎসার সরঞ্জাম নিয়ে আহত স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করছেন। কথা হয় যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের যুব প্রধান নজরুল ইসলাম বাবুর সাথে।

তিনি গণমাধ্যমকে জানায়, শনিবার (২ নভেম্বর) চাঁদপুর জেলা প্রশাসকের স্ব উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ঘোষ পাড়া এলাকার সিএসবি খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়। যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নকৃত স্বেচ্ছাসেবীরা আহত হলে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিট প্রাথমিক পর্যায়ে প্রাথমিক সেবা প্রদান করেন।

এ ব্যাপারে কথা হয় চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে। তিনি গণমাধ্যমকে জানান, আমরা যারা প্রশাসনে আছি এবং আমাদের সাথে যারা থাকেন যেমন পৌরসভা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রেড ক্রিসেন্ট, এরা সবসময় সাধারণ জনগণের কথা চিন্তা করেই কাজ করে থাকে। আমার জন্যে একটা আনন্দের সংবাদ হচ্ছে এই খালটা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করার সাথে সাথেই বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং পৌরসভা স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে এসেছে জনগণের সেবা দেয়ার জন্যে।

আসলে মানুষ তো মানুষেরই জন্যে। মানুষের কল্যাণে প্রতিটি মানুষেরই এগিয়ে আসা উচিত। তিনি আরো বলেন, তরুন সমাজের এধরণের ভালো উদ্যোগগুলোকে সমাজের সামনে তুলে ধরা উচিত। এতে তারা তো উৎসাহ পাবেই পাশাপাশি অন্যরাও এ ধরণের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসবে।

সম্পর্কিত খবর