বাকশিস ফরিদগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার : শিক্ষক সমাজের আস্থাভাজন শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়ার সমর্থকগোষ্ঠী নেতৃত্বধীন শিক্ষক কর্মচারী ঐক্যজোটভুক্ত বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলার অস্থায়ী কার্যালয়ে এই কমিটির অনুমোদন দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন।

কমিটির সভাপতি হলেন চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যাপক জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক কালিরবাজার কলেজের অধ্যাপক আলী আহমদ খান অপু ও সাংগঠনিক সম্পাদক লাউতলী কলেজের অধ্যাপক মাহবুবুর রহমান।

সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এদিকে ফরিদগঞ্জ উপজেলায় বাকশিস এর নতুন কমিটি অনুমোদন দেয়ায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা তাদেরকে শুভচ্ছো ও অভিনন্দন জানিয়েছেন।

সম্পর্কিত খবর