চাঁদপুর জেলা ট্রাক, ট্যাংক-লড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

মহসিন হোসাইন: চাঁদপুর জেলা ট্রাক, ট্যাংক-লড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২নভেম্বর) চাঁদপুর জেলা ট্রাক, ট্যাংক-লড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল রহিম বক্স দুদু বলেন, শ্রমিকরা দেশবাসীর জন্য দৈনন্দিন কাঁচাবাজারসহ খাদ পন্য সময় মতো যথাযথভাবে পৌঁছে দিতে কাজ করে। তাঁরা শুধু ড্রাইভার না।এই শ্রমিকরাই গাড়ি ড্রাইভ করে কর্মসংস্থান সৃষ্টি করে। নিজের পরিবারের মাঝে খাদ্য যোগায়। এছাড়াও বিদেশের মাটিতে শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ উপার্জিত হয় ও রেমিট্যান্স আসে এই ড্রাইভার শ্রমিকদের দিয়েই। একজন দক্ষ শ্রমিকের মূল্যায়ন সব জায়গায় আছে। দেশে এবং বিদেশেও। তাই শ্রমিকদের পাশে আমি ছিলাম, আছি, থাকবো।

তিনি আরো বলেন, রাস্তায় সবচেয়ে বেশি দূর্ঘটনার স্বীকার হয় ড্রাইভাররাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই শ্রমিকরাই। তাই শ্রমিকদের যথাযথভাবে মূল্যয়ান করতে সব সময় আমি আপনাদের পাশে আছি।

এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক- আব্দুল গফুর, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি- নজরুল ইসলাম, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক- হাবিবুর রহমান ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা শ্রমিকদলের নেতাকর্মীবৃন্দগণ।

সম্পর্কিত খবর