ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২ নভেম্বর শনিবার সকালে ইউনিয়নের নানুপুর হাই স্কুল মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি বলেন, আমি জানি এই ইউনিয়নে প্রায় ২৩ হাজার ভোটার এবং এটাও জানি এই ইউনিয়ন বিএনপির একটি ঘাঁটি। তবে এটা জানি না আগামী নির্বাচনে ভোটের তারতম্য কি হবে। আর এই তারতম্য নির্ভর করে আপনাদের উপরে কারণ আপনারা গত ৫ আগস্ট এরপর যদি সাধারণ জনগণের উপর কোন অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করে থাকেন তাহলে ভোট পাবো না। আর যদি আপনারা সাধারণ জনগণের মন কে সন্তুষ্ট রাখতে পারেন জনগণ যদি আমাদের উপর খুশি থাকে তাহলে ইনশাআল্লাহ বিএনপির বিজয়কেও ঠেকাতে পারবেনা।
তিনি আরো বলেন, আমরা যদি সত্যিকার অর্থে বিএনপি, খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভালবাসি, তাহলে প্রথমে একটি কাজ আমাদের দলীয়ভাবে কাদা ছোড়াছুড়ি করা যাবে না। আমি জানি ২০০৮ থেকে শুরু করে ২০০১, ১৯৯৬ এবং ১৯৯১ অনুষ্ঠিতব্য ভোটে বাগাদী ইউনিয়নে বিএনপি এগিয়েছিল। বিগত ১৭ বছর ফ্যাসিবাদের নির্যাতনের পরে বিএনপির ভোট আরো এগিয়ে যাওয়ার কথা। এই বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা তৃণমূলের নেতাকর্মী আছেন এবং যারা বিএনপির ভ্যানগার্ড আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি। আপনারা যেভাবে সাধারণ মানুষের সাথে ব্যবহার করবেন ঠিক ওই ভাবেই আপনাকে মূল্যায়ন করবে। আপনারা জানেন জোর করে ভোট নেওয়া বিএনপির কাম্য নয়। এবং বিগত দিনে বিএনপি এই কাজ করে নাই। আপনারা দেখেছেন জোর করে ভোট নিয়ে ফ্যাসিস্ট গভমেন্ট ছিল, এখন তাদের পরিণতি কি। তাই আমরা চাই না ওই ফ্যাসিস্ট সরকারের মত আমাদের পরিনতি হোক।
আমরা বিএনপি নেতাকর্মী যারা আছি তারা অন্যায় ভাবে কোন কাজ করবো না এবং অন্যায়কে প্রশ্রয় দিব না। যদি বিএনপির কোন নেতাকর্মী অন্যায় কোন কাজের তথ্য আমার কাছে আসে, তাহলে আমরা হাত ভাঙ্গা জবাব দিব না দাঁতভাঙ্গা জবাব দিব। আপনারা জানেন তারেক রহমান জনগণের নেতা কোনো লুটপাট কারীর নেতা নয়, বেগম খালেদা জিয়াও সাধারণ জনগণের নেতা তাই কোন লুটপাটকারীর জায়গা এই জাতীয়তাবাদী দলে নেই। যদি কেউ কোন অন্যায় লুটপাট করেন তাহলে এর দায় বিএনপি নেবে না এবং দলের সাথে কোন সম্পৃক্ততা থাকবে না। তাই আমরা আশা করব আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি কোন অন্যায় কাজে থাকবে না কোন লুটপাটের সাথে সম্পৃক্ত থাকবে না এবং প্রশাসনকে সহযোগিতা করব।
তিনি বলেন, মহিলা দলকে শক্তিশালী করতে হবে। মহিলা দলের যারা আছেন আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন। আমরা যদি দলকে শক্তিশালী করতে পারি। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি তাহলে সবাই লাভবান হব।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমরা এসেছিলাম আপনাদের এলাকায় আমাদের বিএনপির কিছু তথ্য নেওয়ার জন্য, দুর্ভাগ্য আমরা কোন তথ্য-উপাত্ত পাইনি কিন্তু মনটা ভরে গেছে আপনাদের নতুন নতুন মুখ দেখে আপনাদের এত নেতাকর্মী দেখে।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান।
আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর আলম জুয়েল, সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক বরকত উল্ল্যা খান সহ বাগাদী ইউনিয়ন বিএনপির ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদ।
বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিঝির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল ও যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন গাজীর যৌথ পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর, দপ্তর সম্পাদক শরিফ আহমেদ খান, স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ আমীর গাজী, সদর থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নজরুল ইসলাম নজু, যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান কাজল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পাটওয়ারী, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমেদ খান সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।