নিষিদ্ধ ঘোষিত চান্দ্রা ইউপি ছাত্রলীগের সভাপতি রাজুকে জেলা কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার : নাশকতা মামলায় চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান রাজু পাটোয়ারীকে আদালাতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ নং চান্দ্রা ইউনিয়নের সভাপতি। তার বিরুদ্ধে ১। চাঁদপুর মডেল থানার এফআই নং-১১, তারিখ : ১৫ আগস্ট ২০২৪ খ্রী. জি আর নং ৫৭১, তারিখ-১৫ আগস্ট ২০২৪ খ্রি. ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৪২৭/৪৩৬/৩৮০/৫০৬/(২)/১০৯ পেনাল কোড।

২। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার এফ আই নং-১৯, তারিখ : ২০ আগস্ট ২০২৪ খ্রী. জি আর নং ৫৭৯, তারিখ-২০ আগস্ট ২০২৪ খ্রি. ধারা-১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/১০৯ পেনাল কোড ১৮৬০ তৎসহ 3/4 The Explosive Substances Act, 1908।

উক্ত দুটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে । আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করেছে । দুটি নাশকতা মামলায় তার বিরুদ্ধে পুলিশ রিমান্ড আবেদন জানাতে পারে ।

জানা গেছে, ১২ নং চান্দ্রা ইউনিয়নের মৃত সলেমান পাটওয়ারীর ছেলে আতাউর রহমান রাজু পাটোয়ারী। বৃহস্পতিবার রাতে মডেল থানার ওসি বাহার মিয়ার নেতৃত্বে মডেল থানা পুলিশ চান্দ্রা বাখরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: নুরুল ইসলাম নাজিম দেওয়ানের ভাগিনা পরিচয় দিয়ে এলাকায় রাম রাজত্ব কায়েম করেছে। চাঁদপুরে মামা উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ানের পরিচয় টেন্ডারবাজি চাঁদাবাজি সহ অনেক অপকর্মের ঘটনা ঘটিয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর নির্মমভাবে হামলা চালায় পুলিশের হাতে আটক হওয়া রাজু পাটোয়ারী। অবশেষে পুলিশ রাজুকের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া দৈনিক চাঁদপুর খবরকে জানান, চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান রাজু পাটোয়ারীকে দুটি নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে । আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করেছে । এর আগে নাশকতা মামলায় চান্দ্রা ইউনিয়ন থেকে রাজু পাটোয়ারীকে গ্রেফতার করা হয় ।

সম্পর্কিত খবর